ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন সাবেক রাষ্ট্রপতি মহিন্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন সাবেক রাষ্ট্রপতি মহিন্দ মাহিন্দা রাজাপক্ষকে (বামে) শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। ছবি-সংগৃহীত

শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে পদচ্যুত করে সাবেক রাষ্ট্রপতি মহিন্দ রাজাপক্ষকে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা।

শুক্রবার (২৬ অক্টোবর) সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়।  

রাষ্ট্রপতির ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স পার্টি (ইউপিএফএ) সরকার থেকে বের হয়ে যাওয়ার রণিলক পদচ্যুত করা হলো।

 

এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা বলেন, এটি একটি গণতন্ত্র বিরোধী অভ্যুত্থান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। তাই এখনও রনিলই প্রধানমন্ত্রী।

আর মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র রীতা সেনারত্নে বিবিসিকে বলেছেন, রনিলই দেশটির প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।