সোমবার (০৫ নভেম্বর) সকাল থেকেই দেশের গুরুত্বপূর্ণ ওই জায়গাটিতে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে নেমে যায়। তবে এর চেয়েও বেশি খারাপ অবস্থায় যাবে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা দূষণ পরিমাপক পার্টিকুলেট ম্যাটার (পিএম-১০) পৌঁছে গেছে ৭০৭ এ এবং (পিএম-২.৫) পৌঁছে গেছে ৬৬৩ তে। যা দূষণ মাত্রায় ভয়ানক।
ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে দিল্লি। কমেছে দৃশ্যমানতাও।
বাতাসে একিউআই জিরো থেকে ৫০ হলে ভালো বলে বিবেচনা করা হয়, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০ হলে মোটামুটি, ২০১ থেকে ৩০০ হলে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫০০ মারাত্মক।
সেখানে রোববার (০৪ নভেম্বর) দিল্লিতে বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছিল ২৩১। যা খারাপ ক্যাটাগরিতে বিবেচনা করা হয়।
তবে সোমবার বিকেলে এই পার্টিকুলেট ম্যাটার ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১ নভেম্বর থেকে দিল্লিতে দূষণ কমাতে চলছে জরুরি অবস্থা। এজন্য সব রকম নির্মাণ বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এপি/টিএ