ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
বিহারে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ পুলিশ নিহত

পাটনা: ভারতের বিহারে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।



উর্ধ্বদন পুলিশ কর্মকর্তা পিকে ঠাকুর বার্তাসংস্থা এএফপিকে জানান, ১৫০ জনেরও বেশি মাওবাদী গেরিলা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অংশ নিয়েছে। পুলিশ সদস্যরা বিহারের রাজধানী পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে টহল দিচ্ছিল। ভারতের পূর্ব ও মধ্য অঞ্চলে যে রাজ্যগুলোতে মাওবাদীরা লড়াই চালাচ্ছে তার মধ্যে বিহার একটি।

মাওবাদীরা কয়েক দশক ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সমর্থনে আদিবাসী গোষ্ঠী ও ভূমিহীন কৃষকরা রয়েছে।

গত রোববার ছত্তিশগড় রাজ্যে মাওবাদীরা পাঁচ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।