ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমস্টারডামের বিমানবন্দরে দুই ‘সন্ত্রাসী’ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
আমস্টারডামের বিমানবন্দরে দুই ‘সন্ত্রাসী’ আটক

আমস্টারডাম: নেদারল্যান্ডের শিফল বিমানবন্দর থেকে সোমবার সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা যুক্তরাষ্ট্রের একটি বিমানে শিকাগো থেকে রওনা হন।



এবিসি নিউজ এর প্রতিবেদনে দেখা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ‘সন্ত্রসী হামলার প্রস্তুতি নেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, তারা নেদারল্যান্ড সরকারকে আগেই জানিয়েছে যে, শিকাগো থেকে দুই ব্যক্তি ‘সন্দেহজনক মালপত্র’ তাদের ব্যাগে ভরে বিমানে উঠেছে। তবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার অনুরোধ করেনি বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

আটক ওই দুই ব্যক্তির হচ্ছে, আহমেদ নাসের আল-সুফি ও হাযেম আল-মুরিসি। এর মধ্যে সুফি ইয়েমেনের নাগরিক। তারা দুই জন ইউনাইটেড এয়ারআইনস ৯০৮ এর একটি ফাইটে শিকাগোর ইলিনয় থেকে আমস্টারডামের উদ্দেশে হন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।