ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা হামলায় ৪ শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সিরিয়ায় জোড়া বোমা হামলায় ৪ শিশুসহ নিহত ১৫ ঘটনাস্থল, ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে জোড়া বোমা হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আন্তত ৫০ জন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য থেকে জানা গেছে, সোমবার (১৮ ফেব্রুয়ারি) কাসরের নিকটবর্তী স্থানে ভিড়ের মধ্যে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে প্রথমে। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে আরেকটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিরিয়ান পর্যবেক্ষকরা বলছেন, এ হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

স্থানীয় একটি সমন্বয় কমিটি এবং দেশটির সিভিল ডিফেন্স এই হামলায় হতাহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

বিগত কয়েক মাসে শহরটিতে বোমা হামলার ঘটনায় বহু লোক মারা গেছে। আহতও হয়েছে বহু।

এদিকে, সিরিয়ার সিভিল ডিফেন্স ইদলিব শহরে বিদ্রোহীদের বোমা হামলা এবং এতে হতাহতের ব্যাপারে সরকারকে আগেই অবহিত করেছিল।

ইদলিব শহরটি এখনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এটি নিয়ন্ত্রণ করে আল-কায়েদা সংযুক্ত জঙ্গিগোষ্ঠী ‘হায়েত তাহরির আল-শাম’।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।