ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত কাশ্মীরে বন্দুকযুদ্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান শহরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তান সীমান্তে জইশ-ই-মহম্মদের ডেরায় ভারতীয় বিমান বাহিনীর হামলার একদিন পরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।  

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনী সোপিয়ান শহরের মেমেন্দার এলাকায় জঙ্গিদের উপস্থিতির তথ্য পেয়ে সেখানে অভিযান চালায়।

এসময় জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। এতে দুই জঙ্গি নিহত হয়।

গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে হামলা চালালে বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। এরই জেরে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে পাকিস্তানের বেলাকোট শহরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।  

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযানে ১২টি অত্যাধুনিক যুদ্ধবিমান মিরেজ-২০০০ অংশ নেয়। এ সময় বেলাকোটের জঙ্গিগোষ্ঠীর ক্যাম্পে প্রায় এক হাজার কেজি ওজনের বোমা নিক্ষেপ করে সেটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়।

অন্যদিকে এ হামলার জবাবে একইদিনে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানি সেনাবাহিনী ভারী মর্টারশেল হামলা চালায়। এতে ৫ ভারতীয় সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এইসব ঘটনার জেরে দু’দেশের মধ্যেই চলছে তুমুল উত্তেজনা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।