ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে নিহত ৪ ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলন্ত একটি ট্রেনে বোমা বিস্ফোরণ হয়ে চারজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

দেশটির পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জামালি জানিয়েছেন, রোববার (১৭ মার্চ) কোয়েত্তাগামী ট্রেনের একটি বগিতে বোমা বিস্ফোরিত হয়। এতে এক কিশোরী ও এক নারীসহ চারজন নিহত হন।

আহত হন শিশু ও নারীসহ প্রায় ১০জন।

বিস্ফোরণের ঘটনায় ট্রেনটির ছয়টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে অতীতে বালুচ সম্প্রদায়ের বিদ্রোহীরা ট্রেনে হামলা চালিয়েছিল।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে অবৈধভাবে অঞ্চলের গ্যাস ও খনিজ সম্পদ শোষণ করার অভিযোগে অভিযুক্ত করে বিগত এক দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে আসছে নিম্ন সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।