ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
শ্রীলঙ্কা হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় ড্যানিশ বিলিওনিয়ার ও স্কটল্যান্ডের সবচেয়ে বড় শিল্পপতি অ্যান্ডার্স হোল পওলসেনের তিন সন্তান প্রাণ হারিয়েছেন। চার সন্তানের মধ্যে তিনজনের এই মৃত্যুতে শোকাহত পওলসেন।

ব্রিটেনের ফ্যাশন ও কসমেটিক সামগ্রীর অন্যতম বড় কোম্পানি ‘আসস’র মালিক এবং জার্মান কোম্পানি জালান্দোরও অংশীদার পওলসেন যুক্তরাজ্যভুক্ত দেশ স্কটল্যান্ডে ব্যবসা করলেও ড্যানিশ নাগরিক। তার সন্তানরাও ড্যানিশ।

 

পওলসেনের সন্তান ওই তিন ড্যানিশ নাগরিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়ে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে ওই তিন সন্তানের পরিচয় জানানো হয়নি। এই তিনজন বেড়াতে গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে।

৪৬ বছর বয়সী পওলসেন গ্লেনফেশিসহ ১২টি আবাসন প্রতিষ্ঠানের মালিক। গ্লেনফেশি প্রায় ২ লাখ ২০ হাজার একর জমির কোম্পানি।

স্ত্রী অ্যানেকে (৪০) নিয়ে এক সাক্ষাৎকারে পওলসেন বলেছিলেন, তাদের অর্জিত সম্পত্তি চার সন্তানের নামেই লিখে দিয়ে যাবেন।

রোববার (২১ এপ্রিল) কলম্বো ও এর আশপাশে তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলায় সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪শর বেশি মানুষ। নিহতদের মধ্যে বিদেশি রয়েছেন ৩৫ জনের বেশি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এইচএ/

আরও পড়ুন
** শ্রীলঙ্কায় নতুন করে কারফিউ জারি
** শ্রীলঙ্কা হামলার পর সমুদ্রসীমায় নজরদারি বাড়িয়েছে ভারত
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বেড়ে ২৯০
** খাবারের লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী, হামলাকারী শ্রীলঙ্কান
** শ্রীলঙ্কায় মসজিদে পেট্রোল বোমা হামলা, দোকানে অগ্নিসংযোগ
** শ্রীলঙ্কায় হামলা: আটক ২৪ সন্দেহভাজন
** শ্রীলঙ্কা বিমানবন্দর এলাকায় বোমা উদ্ধার
** শ্রীলঙ্কা হামলা, আরও ১৩ জন আটক
** শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার
** গির্জা-হোটেলে বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ২০৭ 
** ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞান!
** শ্রীলঙ্কা হামলায় বিশ্বনেতাদের নিন্দা
** হামলার ঘটনায় শ্রীলঙ্কাজুড়ে পুলিশের তল্লাশি
** শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িত সন্দেহে ৭ জন আটক
** শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ
** শ্রীলঙ্কায় বোমা হামলা: অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত
** জনগণকে শান্ত থেকে সহযোগিতার আহ্বান মাইথ্রিপালার
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** সিরিজ হামলার কয়েকঘণ্টা পর ফের ২ দফা বিস্ফোরণ শ্রীলঙ্কায়
** বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি
** শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে সতর্ক করেছিলো পুলিশ
** শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় মোদী-ইমরানের নিন্দা
** শ্রীলঙ্কায় দুই বাংলাদেশির খোঁজ মিলছে না
** শ্রীলঙ্কার বোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি ৩৫
** জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
** শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ১৫৮, আহত ৫ শতাধিক
** শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে বোমা হামলা, শতাধিক নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।