ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত পুলিশ প্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত পুলিশ প্রধান নিয়োগ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা (ডানে) ও নতুন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান চন্দনা বিক্রমারতনে (বামে)। ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার উপ পুলিশ মহাপরিদর্শক চন্দনা বিক্রমারতনেকে নতুন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

২১ এপ্রিল ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার বর্তমান পুলিশ প্রধান পদত্যাগ করতে অস্বীকার করা সত্ত্বেও সোমবার (২৯ এপ্রিল) নতুন পুলিশ প্রধানের (ভারপ্রাপ্ত) নাম ঘোষণা করেন সিরিসেনা।

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) প্রেসিডেন্ট সিরিসেনা জানিয়েছিলেন, পুলিশ প্রধান পুজিৎ জয়সুন্দর পদত্যাগ করেছেন।

সিরিসেনার অভিযোগ, গির্জায় বোমা হামলা হতে পারে, গোয়েন্দাদের আগাম সতর্কবার্তা পাওয়ার পরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

তবে দেশটির কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট বলার পরও পদত্যাগপত্র জমা দেননি পুজিৎ। তিনি এখনও সরকারি বাসভবনেই থাকছেন।

সোমবার সিরিসেনা ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে চন্দনা বিক্রমারতনেকে নিয়োগ দিয়েছেন বলে নিশ্চিত করেন এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পুজিৎ জয়সুন্দর প্রেসিডেন্টের আদেশ অমান্য করে নিজ পদে বহাল থাকার ধৃষ্টতা দেখিয়েছেন। অর্থাৎ জয়সুন্দর সংসদে অভিশংসনের মাধ্যমে তার আনুষ্ঠানিক বহিষ্কারাদেশকে বিলম্বিত করছেন।

এ বিষয়ে পুজিৎ জয়সুন্দর কোনো মন্তব্য করেননি।

এর আগে গত সপ্তাহে নিরাপত্তাজনিত ব্যর্থতার দায় নিয়ে প্রেসিডেন্টের নির্দেশে পদত্যাগ করেন শ্রীলঙ্কার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা হেমাসিরি ফার্নান্দো।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

হামলার পর থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। জঙ্গিদের খুঁজতে নামানো হয়েছে হাজার হাজার সেনা সদস্য।

এ ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক সন্দেহভাজন গ্রেফতার হয়েছেন। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
একে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।