ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় গির্জায় হামলাকারী এনটিজের সম্পদ কত?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
শ্রীলঙ্কায় গির্জায় হামলাকারী এনটিজের সম্পদ কত? বোমা হামলার পর থেকেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগিতায় শ্রীলঙ্কায় বোমা হামলাকারী ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) বিপুল পরিমাণ অর্থ-সম্পদের খোঁজ পেয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ।

সোমবার (০৬ মে) শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুনাসেকারা বলেন, ইস্টার সানডেতে বোমা হামলাকারী সংগঠনটির নগদ ১৪০ মিলিয়নসহ প্রায় ৭ বিলিয়ন রুপি (প্রায় সাড়ে তিন কোটি টাকা) সমমানের সম্পত্তির সন্ধান পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তিনি বলেন, খোঁজ পাওয়া নগদ অর্থের অর্ধেকটা সিআইডির হেফাজতে রয়েছে, বাকি অংশ একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা পাওয়া যায়।

ওই অ্যাকাউন্টগুলো বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

গুনাসেকারা বলেন, গত ২১ এপ্রিল বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ হত্যার ঘটনায় এনটিজের ৭৩ সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির পাশাপাশি সন্ত্রাস তদন্ত বিভাগ (টিআইডি) তাদের জিজ্ঞাসাবাদ করছে।

‘সাত নারীসহ ৫৪ সন্দেহভাজন সিআইডির ও বাকি ১৯ জন টিআইডির হেফাজতে রয়েছে। ’

গত ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।  

কিছুক্ষণ পর আরও দু’টি স্থানে হামলা হয়। এতে ২৫৩ জন মানুষ প্রাণ হারান; যাদের মধ্যে বাংলাদেশি এক শিশুও রয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক।

হামলার তিনদিন পর এর দায় স্বীকার করে আইএস। তবে শ্রীলঙ্কা সরকারের দাবি, এ ঘটনায় স্থানীয় জঙ্গি সংগঠন এনটিজে জড়িত। এর পরপরই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, গ্রেফতার হয় শতাধিক সন্দেহভাজন।

২০০৯ সালে গৃহযুদ্ধের অবসানের পর এটিই দ্বীপদেশটিতে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।