ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরপর দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
পরপর দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

ঢাকা: জাপানের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক তিন ও পাঁচ দশমিক এক মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

শুক্রবার (১০ মে) ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে ইউএসজিএস’র বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়াজাকি শহর থেকে ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল প্রায় ২৪ কিলোমিটার। এর কিছুক্ষণ পর ৯টা ৭ মিনিটে একই স্থানে পাঁচ দশমিক এক মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প আঘাত হানার পরপরই জরুরি সতর্কবার্তা প্রকাশ করে দেশটির আবহাওয়া সংস্থা। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।

ভূমিকম্পে মিয়াজাকি শহর ও এর আশপাশে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানে প্রতি বছরই কয়েক দফা ভূমিকম্প হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।