ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভবন ধসে নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯
চীনে ভবন ধসে নিহত বেড়ে ১০

ঢাকা: চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৭ মে) সাংহাই কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) সকালে সাংহাইয়ের চেঙ্গনিং জেলায় একটি বাণিজ্যিক ভবনে সংস্কার কাজ চলছিল।

এরই মধ্যে ভবনটি ধসে ২৫ জন আটকে পড়েন। প্রাথমিকভাবে এদের মধ্যে পাঁচজন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ আপাতত শেষ হয়েছে। তবে এখনও কেউ নিঁখোজ রয়েছেন কিনা এ বিষয়ে তারা কিছু জানায়নি।

ভবন ধসের ঘটনা চীনে নতুন নয়। ২০১৬ সালে দেশটিতে অভিবাসী শ্রমিকদের বসবাসের একটি ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।