ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে প্লেনে বোমাতঙ্ক, তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ৩, ২০১৯
সিঙ্গাপুরে প্লেনে বোমাতঙ্ক, তুলকালাম স্কুট টাইগারেয়ার প্রাইভেট লিমিটেডের প্লেন। ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে একটি যাত্রীবাহী প্লেনে বোমা আছে, এ খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে সবমহলে। প্লেনটি উদ্ধারে দু’টি যুদ্ধবিমানও পাঠায় সরকার। শেষ পর্যন্ত জানা যায়, বোমার খবর ভুয়া। 

১৩ বছর বয়সী এক কিশোর যাত্রীদের মধ্যে বোমার খবর ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (২ জুন) ১৪৪ জন যাত্রী ও  ছয় জন ক্রু নিয়ে স্কুট টাইগারেয়ার প্রাইভেট লিমিটেডের একটি প্লেন সেবু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

মাঝ আকাশে হঠাৎ যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।  

স্কুটের এক কর্মকর্তা জানান, সব যাত্রী ও ক্রুদের নিয়ে রোববার বিকেলে প্লেনটি চাংগি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩ বছর বয়সী এক যাত্রী এ গুজবের জন্য দায়ী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী এনজি এং হেন বলেছেন, প্রমাণ না হওয়া পর্যন্ত সব ধরনের হুমকিই সত্য মনে করে সিঙ্গাপুর।  

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আক্রান্ত প্লেন উদ্ধারে দু’টি যুদ্ধবিমান পাঠানো হলেও, পরে দেখা যায়, সেটা ভুয়া। তবু, সিঙ্গাপুর বিমানবাহিনী সব সময় সজাগ থাকবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ০২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।