ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে স্কুলের টয়লেটের ছাদ ধসে ৪ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
নেপালে স্কুলের টয়লেটের ছাদ ধসে ৪ শিক্ষার্থী নিহত মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা: নেপালের দারচুলা জেলার একটি স্কুলের টয়লেটের ছাদ ধসে চার শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা পাঁচ থেকে ১০ বছর বয়সী বলে জানা গেছে।

বুধবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার (১১ জুন) নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে নওগাঁ গ্রামীণ পৌরসভায় জেলার গণেশ মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার শিক্ষার্থীর মৃত্যু হয়।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলছেন, আমরা ঘটনাস্থলে থেকে চারটি মরদেহ উদ্ধার করেছি। নিহতরা পাঁচ থেকে ১০ বছর বয়সী ছিলো।

উদ্ধার অভিযানে আমাদের তিনঘণ্টা সময় লেগেছে বলেও যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।