ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জরুরি অবতরণকালে আছড়ে পড়লো প্লেন, ২ ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
জরুরি অবতরণকালে আছড়ে পড়লো প্লেন, ২ ক্রু নিহত জরুরি অবতরণকালে আছড়ে পড়লো প্লেন।

রাশিয়ায় ৪৫ আরোহীবাহী একটি প্লেন জরুরি অবতরণকালে ভবনের সঙ্গে ধাক্কা লেগে আছড়ে পড়েছে। এতে প্লেনটিতে থাকা দুই ক্রু নিহত হয়েছেন। তবে প্রাণে বেঁচে গেছেন এক শিশুসহ ৪৩ যাত্রী।

বৃহস্পতিবার (২৭ জুন) সাইবেরিয়ার উলান-উদে শহর থেকে ছেড়ে আসা ৪৪ আসনের অ্যান্টো-২৪ মডেলের প্লেনটি নিঝনেঙ্গারস্ক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনার কবলে পড়ে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র বলেছেন, জরুরি অবতরণকালে প্লেনটি টার্মাকের ১০০ মিটার দূরে একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক সংস্থা আঙ্গারা এয়ারলাইনের নিয়মিত এ ফ্লাইট দুর্ঘটনার কবলে কী কারণে পড়েছে, তা জানতে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।