ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দোতলা থেকে নিচে পড়েও বেঁচে গেলো শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
দোতলা থেকে নিচে পড়েও বেঁচে গেলো শিশুটি এক মেয়ে শিশুকে বাঁচিয়ে ‘হিরো’ বনে গেছেন তুরস্কে বসবাসরত অভিবাসী জাবাত। ছবি: সংগৃহীত

ঢাকা: বাড়ির দোতলা থেকে ছিটকে একটি মেয়ে শিশু নিচে পড়ার সময় তাকে ধরে ফেলে ‘হিরো’ বনে গেছেন তুরস্কে বসবাসরত আলজেরিয়ান এক কিশোর অভিবাসী।

তুরস্কের ইস্তাম্বুল ফেইথে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৭ জুন) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দোতলা ভবন থেকে পড়ে যাওয়া দোহা মোহাম্মেদ নামের দুই বছর বয়সী মেয়ে শিশুটিকে ধরে ফেলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা ফেইজু জাবাত (১৭) নামের এক কিশোর। তিনি ওই সড়কে অবস্থিত একটি কারখানায় কাজ করেন। এ ঘটনায় মেয়ে শিশুটি কোনো আঘাত পায়নি।  

শিশুটিকে জানালায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জাবাত। যেন মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলা যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন আলজেরিয়ান এ অভিবাসী।

এ সম্পর্কে জাবাত বলেন, আমি শিশুটিকে বাঁচাতে যা করা প্রয়োজন তাই-ই করেছি। আর তা করেছি আল্লাহকে ভালোবেসে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, শিশুটি নিচে পড়ে যাওয়ার সময় তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন।

এদিকে দোহা মোহাম্মেদের পরিবার জাবাতকে হিরো হিসেবে অভিনন্দন জানান। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে ২০০ লিরা (৩৫ ডলার) উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এইচএডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।