ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সুপারওম্যান’ মা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
‘সুপারওম্যান’ মা! পড়ে যাওয়ার আগেই সন্তানের পা ধরে ফেলেন মা। ছবি: সংগৃহীত

ঢাকা: কথায় বলে, সন্তানকে বাঁচাতে মা করতে পারেন না, এমন কোনো কাজ নেই। সন্তানের বিপদ দেখলে মায়ের বুকে সিংহের সাহস, হাতির শক্তি, চিতার মতো ক্ষিপ্রতা চলে আসে মুহূর্তেই। সাধারণ মানুষ থেকে ক্ষণিকের মধ্যেই তিনি ওঠেন ‘সুপারওম্যান’!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে খোঁজ মিলেছে এমনই এক মায়ের।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুসন্তানকে নিয়ে একটি ভবনের লিফট থেকে নামছেন।

এসময় তিনি মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। শিশুটি মায়ের হাত ছেড়ে রেলিংয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় ভারসাম্য হারিয়ে শিশুটি নিচে পড়ে যেতে থাকে।

এতেই শরীরে বিদ্যুৎ খেলে যায় ওই নারীর। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ছুটে গিয়ে সন্তানের পা ধরে ফেলেন তিনি। পরে, হাতের মোবাইল রেখে দ্রুত শিশুটিকে উপরে টেনে তোলেন ওই মা।

জানা যায়, গত বুধবার (২৬ জুন) কলম্বিয়ার মেডেলিন শহরের একটি ভবনের চতুর্থ তলায় ঘটেছে এ ঘটনা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ওই নারীর প্রশংসা করেছেন।  

ইউটিউবের ভিডিওতে একজন মন্তব্য করেছেন, শুধু এক মা’ই এটা করতে পারেন। ওই সাহসী নারীকে সালাম।  

আরেকজন লিখেছেন, ওই মাকে ‘ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া উচিৎ।

বেশিরভাগ মানুষ প্রশংসা করলেও, সন্তানকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকায় ওই নারীর সমালোচনা করেছেন অনেকে। পাশাপাশি, ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, প্রবল সমালোচনার মুখে ভবন কর্তৃপক্ষ বোর্ড বসিয়ে রেলিংয়ের ছিদ্র বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।