ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের হজ কোটা বাড়লো আরও ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
ভারতের হজ কোটা বাড়লো আরও ৩০ হাজার নরেন্দ্র মোদী ও মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের হজ কোটা ১ লাখ ৭০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর ফলে, প্রতি বছর আরও ৩০ হাজার ভারতীয় মুসলমান মক্কায় হজ করতে যেতে পারবেন।

শুক্রবার (২৮ জুন) জাপানের ওসাকায় জি২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

দুই নেতা পর্যটন খাতের বিকাশে ফ্লাইটের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।

‘এ বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ। নরেন্দ্র মোদী এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। ’ 

গত বছর থেকে ‘মেহরাম’ অর্থাৎ পুরুষসঙ্গী ছাড়া নারীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। ১ হাজার ৩০০ নারী এ সুবিধা পাবেন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।

২০১৮ সালে ভারতের হজ কোটা ৫ হাজার বাড়িয়েছিল সৌদি সরকার। এর আগের বছর তা বেড়েছিল ৩৫ হাজার।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।