ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনের ভেতর পোকা, দেরি ২৪ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
প্লেনের ভেতর পোকা, দেরি ২৪ ঘণ্টা প্লেনটিতে কীটনাশক স্প্রে করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: বিখ্যাত হলিউড সিনেমা ‘স্নেকস ইন দ্য প্লেন’ দেখেছেন তো? ওই যে, প্লেনের ভেতর সাপের কারণে আরামের বিমানযাত্রা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল যাত্রীদের। না, অতটা বিপদজনক নয়! তবে, এক পোকার কারণে আটকে গেছে কানাডীয় একটি ফ্লাইট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার ট্রানস্যাটের ওই ফ্লাইটটি লন্ডন থেকে ভ্যাংকুভার যাচ্ছিল। যাত্রীরাও ঠিকঠাক উঠে বসেছিলেন প্লেনে।

হঠাৎ এক যাত্রী পোকা দেখতে পাওয়ায় শুরু হয় চিৎকার-চেঁচামেচি। পরে, সব যাত্রী নামিয়ে পুরো প্লেনে কীটনাশক স্প্রে করা হয়। এর প্রায় ২৪ ঘণ্টা পর ফের যাত্রা শুরু করে ফ্লাইটটি।

এয়ার ট্রানস্যাটের এক মুখপাত্র এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, প্লেনে কীটনাশক স্প্রে করায় ভ্যাংকুভারগামী ফ্লাইটটির দেরি হয়েছে। এসময় যাত্রীদের হোটেলে নিয়ে বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেরির কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা সত্যিই অনুতপ্ত।  

চলতি মাসেই প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ভেনিস থেকে নিউ জার্সিগামী ফ্লাইটটিতে পিঁপড়া পাওয়া যাওয়ায়, সেটা এখনো বিমানবন্দরেই পড়ে আছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।