ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একসঙ্গে ৩টি ভবনধস, বহু মানুষ চাপা পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
ভারতে একসঙ্গে ৩টি ভবনধস, বহু মানুষ চাপা পড়ার শঙ্কা ধসে পড়া ভবনগুলো। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মিজোরামে পাহাড়ধসের কারণে তিনটি বহুতল ভবন ধসে অন্তত তিন জন নিহত ও নয় জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) রাতে রাজ্যের রাজধানী আইজলে এ দুর্ঘটনা ঘটে।

আটকে পড়াদের উদ্ধারে সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইজলের উত্তরাঞ্চলে দুর্তলাং পাহাড়ে হঠাৎ ধস নামায় এর নিচে থাকা ভবন তিনটি ভেঙে পড়ে। ভবনগুলো কেন্দ্রীয় সরকারের ‘শহুরে দরিদ্রদের মৌলিক সেবা’ প্রকল্পের আওতায় তৈরি। সেখানে অন্তত ১৮টি পরিবার বাস করতো। গত বছরই তাদের জন্য এ ভবনগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।