ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় অসংখ্য পাখির ‘রহস্যজনক’ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
অস্ট্রেলিয়ায় অসংখ্য পাখির ‘রহস্যজনক’ মৃত্যু মারা যাওয়া কোরেলা। ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ায় রহস্যজনক ভাবে মারা গেছে কয়েক ডজন কোরেলা (কাকাতুয়ার একটি প্রজাতি)। বিশেষজ্ঞদের ধারণা, পাখিগুলো বিষক্রিয়ায় মারা যেতে পারে।

গত মঙ্গলবার (৯ জুলাই) ও বুধবার (১০ জুলাই) অ্যাডিলেডের একটি মাঠে ৬০টির বেশি পাখি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

পাখিগুলো অসুস্থ হওয়ায় ওড়ার সময় আকাশ থেকে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

কয়েকটি পাখি জীবিত থাকায় তাদের দ্রুত পশু চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তবে, তাদের বাঁচানো যায়নি।

মারা যাওয়া পাখিগুলোর মধ্যে অন্তত ৫৭টি ছিল লম্বা ঠোঁটের কোরেলা, বাকিগুলো ছোট ঠোঁটের কোরেলা।

রাজ্যের পরিবেশ ও পানি বিভাগ জানিয়েছে, পাখিগুলোর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

অস্ট্রেলিয়ায় লম্বা ঠোঁট ও ছোট ঠোঁট দুই প্রজাতির কোরেলাকেই সুরক্ষিত ঘোষণা করেছে দেশটির সরকার। বেআইনিভাবে এদের হত্যা করলে জেল-জরিমানা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।