ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গিলরয় শহরে ফুড ফেস্টিভ্যাল চলাকালীন বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (২৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রোববার (২৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় গিলরয় শহরে তিনদিন ধরে চলা গিলরয় গার্লিক ফেস্টিভ্যালের শেষ দিন ছিল।

এদিন সন্ধ্যায় এ উৎসবের শেষ মুহূর্তে হঠাৎ এক বন্দুকধারী হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়।

হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শহরটির কাউন্সিল সদস্য ডিওন ব্র্যাকো ও স্থানীয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় ফেস্টিভ্যালে আসা সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছেন।

স্থানীয় মেডিক্যাল সেন্টারের কর্মকর্তারা জানান, এ ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টুইটারে দেওয়া এক বার্তায় সেখানকার সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে সেখানকার সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯/আপডেট: ১২৪০ ঘণ্টা
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।