ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ছত্তিশগড়ে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মাওবাদী নিহত

ঢাকা: ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা।

এর মধ্যেই শনিবার ভোর ৬টার দিকে বাঘনদী থানাধীন সিতাগোতা গ্রামের কাছের একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সাত মাওবাদী নিহত হয়।  

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সুন্দরাজ পি জানান, গুলি বিনিময়ের ঘটনার পর ঘটনাস্থল থেকে সাত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একে-৪৭সহ বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার করা হয়।  

এখনও মাওবাদী বিরোধী এ অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।