ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার বছর পর জনসম্মুখে বক্তৃতা দিতে যাচ্ছেন কাস্ত্রো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
চার বছর পর জনসম্মুখে বক্তৃতা দিতে যাচ্ছেন কাস্ত্রো

হাভানা: ২০০৬ সালের পর শুক্রবার প্রথমবারের মত জনসম্মুখে বক্তৃতা করবেন ফিদেল কাস্ত্রো ।

হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতার মূল আলোচ্য বিষয় হবে  ‘বিশ্বের জন্য অজ্ঞাত ফলাফল বয়ে আনা মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ’।

কিউবার গ্রানমা সংবাদপত্র সূত্রে একথা জানা গেছে।

দেশের প্রধান টেলিভিশন ও রেডিওতে বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করা হবে।

২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করার পর কিউবার এ নেতা খুব কমই জনসম্মুখে হাজির হয়েছেন। এ গ্রীষ্মে তিনি বেশ কয়েকবারই জনসম্মুখে এসেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।