ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারীর আত্মরক্ষায় ‘স্মার্ট চুড়ি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
নারীর আত্মরক্ষায় ‘স্মার্ট চুড়ি’ আক্রমণকারীকে বৈদ্যুতিক শক দেবে ‘স্মার্ট চুড়ি’। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান যুগে রাস্তা-ঘাটে নারীদের নিরাপত্তা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই অসংখ্য ধর্ষণ, খুন, যৌন হয়রানির খবর পাওয়া যায়। এসব থেকে নারীদের সুরক্ষায় এবার উদ্ভাবন করা হয়েছে ‘স্মাট চুড়ি’।

দেখতে আর দশটা সাধারণ চুড়ির মতোই। তবে, এর রয়েছে কিছু অদ্ভুত ও বেশ কার্যকর ক্ষমতা।

বিপদে পড়লে এ চুড়ি দিয়েই আক্রমণকারীকে বৈদ্যুতিক শক দিতে পারবেন ব্যবহারকারী। পাশাপাশি, এটি যেকোনো সময় ব্যবহারকারীর অবস্থান ও নিকটবর্তী থানায় সংকেত পাঠাতে সক্ষম। এর জন্য তেমন কিছু করতে হবে না, শুধু বিশেষ ভঙ্গিতে হাত নড়াচড়া করলেই কাজ শুরু করে দেবে আত্মরক্ষাকারী চুড়িটি।

সম্প্রতি চমৎকার এ জিনিসটি উদ্ভাবন করেছেন ভারতের দুই যুবক। নাম গাদি হরিশ ও সাই তেজা।  

হরিশ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে বলেন, ধর্ষণ ও নিখোঁজের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব থেকে নারীদের সুরক্ষা দেওয়ার ভাবনা থেকেই এ চুড়ি তৈরির কথা মাথায় আসে।

প্রয়োজনীয় এ জিনিসটির প্রাথমিক কাজ শেষ করেছেন ২৩ বছর বয়সী হরিশ। এ প্রকল্পের আরও উন্নয়নের জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।