ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ফের গুলি, ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
কাশ্মীর সীমান্তে ফের গুলি, ভারতীয় সেনা নিহত প্রতীকী ছবি

ঢাকা: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুড়লে ভারতীয় বাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫) গুরুতর আহত হন।

 

আরও পড়ুন> কাশ্মীর-ভুলের জন্য মোদীকে বড় মূল্য দিতে হবে: ইমরান

তবে যে সৈন্য প্রাণ হারিয়েছেন, তিনি সন্দীপ থাপাই কি-না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি ভারতীয় সংবাদমাধ্যমে।

মুখপাত্র বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনারাও এর কার্যকর ও সমুচিত জবাব দিয়েছে।

আরও পড়ুন> পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিমন্ত্রণ বাতিল করছে কাশ্মীরিরা!

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে ভারত-পাকিস্তান গুলি বিনিময় চলছে।

তবে, এতে পাকিস্তানি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জম্মু-কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা নিহত হন। এসময় পাকিস্তান পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি করলেও তা অস্বীকার করে ভারত।

আরও পড়ুন> ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করলো পাকিস্তান

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯ (আপডেট: ১৫২৫)
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।