ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে হাসপাতাল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
দিল্লিতে হাসপাতাল ভবনে আগুন

ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে দিল্লির এআইআইএমএস হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ কথা জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের প্রথম তলায় জরুরি বিভাগের কাছে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া দোতলায় ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের বসার ঘর ও গবেষণা ল্যাব এর কাছাকাছি ছিল।

পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ৩৪টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সে সময় ভবন থেকে নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।  


বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।