ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেন ইরানি ট্যাংকার ছেড়ে দেওয়ায় হতাশ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ব্রিটেন ইরানি ট্যাংকার ছেড়ে দেওয়ায় হতাশ যুক্তরাষ্ট্র

ব্রিটেন জিব্রাল্টারে আটকে রাখা ইরানের তেলের ট্যাংকার ছেড়ে দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

 

সোমবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।  

ট্যাংকার ছেড়ে দেওয়া প্রসঙ্গে হতাশা প্রকাশ করে পম্পেও বলেন, ‘দুর্ভাগ্যজনক যে, এমনটি ঘটেছে।

ইরান যদি এই ট্যাংকারের তেল থেকে মুনাফা করতে পারে, তাহলে আরও বেশি অর্থ-সম্পদ ও ক্ষমতা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হস্তগত হবে। আর তা দিয়ে এ বাহিনী আরও বেশি মাত্রায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে যেতে পারবে। ’
 
প্রায় ছয় সপ্তাহ জিব্রাল্টারে আটক থাকার পর দুই দিন আগে মুক্তি পেয়েছে ইরানের তেলবাহী ট্যাংকারটি। কিন্তু, পুনরায় এটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি আঁচ করে এরই মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, উন্মুক্ত সমুদ্র থেকে ওই ট্যাংকার যেন না আটকায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।