ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ডোরিয়ান’র তাণ্ডবে বাহামায় ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
‘ডোরিয়ান’র তাণ্ডবে বাহামায় ৫ জনের মৃত্যু হারিকেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অ্যাবাকো দ্বীপ। ছবি: সংগৃহীত

ঢাকা: আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘ডোরিয়ান’র তাণ্ডবে বাহামার অ্যাবাকো দ্বীপপুঞ্জে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী বলেন, আমরা এক ঐতিহাসিক ট্রাজেডির মধ্যে রয়েছি।

খবরে বলা হয়, মৃত্যুর খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি প্রধানমন্ত্রী মিন্নিস।

আরও পড়ুন>> ‘ডোরিয়ান’ তাণ্ডবে লণ্ডভণ্ড বাহামা, মৃত্যুর খবর

কর্তৃপক্ষ প্রাথমিক কোনো তথ্য না জানালেও রেড ক্রসের বরাতে সংবাদমাধ্যম এর আগে বলেছিল, ক্যাটাগরি ৫ মাত্রার এ হারিকেনের ফলে ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে ঝড়ের আঘাতে অন্তত ১৩ হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমানে এটি ক্যাটাগরি ৪ মাত্রায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন>> ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার শক্তি সঞ্চয় করেছে ‘ডোরিয়ান’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতির এ হারিকেন প্রতিনিয়ত গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে। সবশেষ যা সর্বোচ্চ ক্যাটাগরি ৫-এ পৌঁছেছে।  

আরও পড়ুন>> বাহামায় আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ডোরিয়ান’

এদিকে ‘ডোরিয়ান’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। ফ্লোরিডার গর্ভনর রন ডি স্যান্তিস রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। প্রস্তুত রাখা হয়েছে দুই হাজার ৫০০ জাতীয় গার্ড সদস্যকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও এক হাজার ৫০০ সদস্যকে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।