ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি নৌবাহিনীর নতুন ড্রোন উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ইরানি নৌবাহিনীর নতুন ড্রোন উন্মোচন

যুদ্ধের উপযোগী নতুন এক ড্রোন উন্মোচন করেছে ইরানের নৌবাহিনী।

শনিবার (০৭ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বের উপকূলীয় কোনারাক শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসাইন খানজাদি এ ড্রোন উন্মোচন করেন।

রিয়ার অ্যাডমিরাল খানজাদি বলেন, এ অঞ্চলে শত্রুর পদক্ষেপ পর্যবেক্ষণের জন্য ইরানের সাবমেরিন ও ড্রোনের মত বিশেষ সরঞ্জামের প্রয়োজন।

 

সী মোরগ নামের এ ড্রোনটি ২৪ ঘণ্টা ওড়ার সক্ষমতার পাশাপাশি আটটি বোমা বা স্মার্ট মিসাইল বহন করতে সক্ষম।

ইরানের শাহেদ-১২৯ সিরিজের এ ড্রোনটি সর্বোচ্চ ২৫ হাজার ফুট উচ্চতায় এক হাজার পাঁচশ কিলোমিটার পর্যন্ত ওড়তে সক্ষম।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।