ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই উহানে সেরে উঠলেন করোনা ভাইরাস আক্রান্ত ১০৩ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
সেই উহানে সেরে উঠলেন করোনা ভাইরাস আক্রান্ত ১০৩ জন

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ১০৩ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) উহানের মেয়র ঝাও জিনওয়াংয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে উহানের মেয়র জানান, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত শহরটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৩৯ জন।

এর মাঝে ১০৩ জন সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন।   

শহর প্রশাসনের কর্মকর্তা লি কিয়াং জানান, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মাঝে উহানের রেডক্রস সোসাইটি ৮ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারেরও বেশি আর্থিক অনুদান পেয়েছে। এছাড়া অনুদান হিসেবে এ সংস্থা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার মাস্কবক্স, ৮১ হাজার চশমা, প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম পেয়েছে।  

এছাড়া উহানের সহকারী মেয়র জু হংলান জানান, করোনা ভাইরাসে উদ্ভূত সংকটের মাঝেও এখনও শহরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পর্যাপ্ত যোগান আছে। এ দিয়ে অন্তত আরও এক সপ্তাহ চালানো যাবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।