ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার চীনের জাহাজ আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
এবার চীনের জাহাজ আটক করেছে ইরান

চীনের একটি মাছ ধরা জাহাজ আটক করেছে ইরান। আইন অমান্য করে ইরানের জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে প্রবেশ করে মাছ ধরার কারণে জাহাজটি আটক করা হয় বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। 

জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহের বলেছেন, উপকূল থেকে ১২ মাইল দূরে চীনের জাহাজগুলো মাছ ধরতে পারে। সেভাবেই তাদের অনুমতি আছে।

কিন্তু জাহাজটি অইন অমান্য করে উপকূলের কাছাকাছি কম গভীর পানিতে মাছ ধরছিল।  

তিনি জানিয়েছেন, চীনের জাহাজটি বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে এবং আটকের সময় জাহাজে ১৬ জন আরোহী ছিল।

জাহাজটি কবে ফিরিয়ে দেওয়া হবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ইরানের কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।