ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস পরীক্ষা করাতে হাসপাতালে চীনা প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
করোনা ভাইরাস পরীক্ষা করাতে হাসপাতালে চীনা প্রেসিডেন্ট!

চীনের উহানে করোনা ভাইরাস শনাক্তের পর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে কোথাও যেন কেউ খুঁজে পাচ্ছিলো না। এর মধ্যে হঠাৎ করেই স্থানীয় এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা অবস্থায় দেখা গেলো তাকে। এ সংক্রান্ত ছবি এখন সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বেইজিংয়ের চেংইয়ং জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি বিশেষ হাসপাতালে যান জিনপিং। ভাইরাস প্রতিরোধী মাস্ক ও শরীরে কালো রংয়ের জ্যাকেটে মোড়ানো জিনপিংকে এসময় এক স্বাস্থ্যকর্মী হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করছেন।

যার মাধ্যমে ফের সামনে এলেন চীনা প্রেসিডেন্ট।

গত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে নেই শি জিনপিং। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশের প্রেসিডেন্টের এ সময়ে যেখানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, সে সময় তার হঠাৎ নিরুদ্দেশ সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এদিন তার সামনে আসার মাধ্যমে কোনো উত্তর পাওয়া গেলো কিনা তা কিন্তু পরিষ্কার নয়।

শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন। চীনের বাইরে বিশ্বের আরো অন্তত ২৮টি দেশ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যাতে তিন শতাধিক মানুষ আক্রান্ত রয়েছেন।

ভাইরাসটিতে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন জাপানিরা। দেশটিতে এখন পর্যন্ত ১৬২ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৩৬ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে আইসোলেশনে রয়েছেন। এরপর যথাক্রমে সিঙ্গাপুর, হংকংয়ে ৪৩ জন ও ৩৬ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।