ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আফগানিস্তানে তুষারধসে নিহত ২১ প্রতীকী ছবি

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দিতে তুষারধসে ২১ ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তামিম আযিমি সাংবাদিকদের বলেন, দুর্যোগে আরও ১০ ব্যক্তি আহত ও সাতজন নিখোঁজ রয়েছেন।

তুষারধসে অন্তত ৫০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

তামিম আযিমি বলেন, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তুষারধসের ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

আফগানিস্তানে প্রতি বছর শীতে ভারি তুষারপাত ও তুষারধসের কারণে মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবারের তুষারধসের ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তানে এ নিয়ে দু’মাসে ৭২ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।