ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে দুই ইরানি নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
করোনা ভাইরাসে দুই ইরানি নাগরিকের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)। তবে সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, নিহত দুই জনই করোনা ভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা।

এর বাইরে নিহতদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে বুধবারই ইরানের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনা ভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বয়স্ক ব্যক্তি।

আইএসএনএ’র ওই সংবাদে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে জানানো হয়, গত দুই দিন ধরে করোনা ভাইরাসে কিছু রোগীর আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এর আগে হংকং, ফিলিপাইন, জাপান, তাইওয়ান, ফ্রান্সে রোগী মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। পুরো দেশজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৫৭ জন। এছাড়া বিশ্বের প্রায় ২৮টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ডিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।