ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভুটানেও করোনা ভাইরাসের থাবা, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
ভুটানেও করোনা ভাইরাসের থাবা, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

হিমালয়ের পাহাড়ঘেরা দেশ ভুটানেও থাবা বসালো প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে ঘুরতে আসা এক মার্কিন নাগরিকের শরীরে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে শুক্রবার (৬ মার্চ) জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটায় তেসারিং।

চারদিকে ভূমিঘেরা ছোট্ট দেশটি ভ্রমণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। তবে এক বিদেশি পর্যটকের করোনা ভাইরাস সংক্রমণের পর দুই সপ্তাহের জন্য বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভুটান।

 

আক্রান্ত ৭৬ বছর বয়সী ওই মার্কিন পর্যটক গত ২ মার্চ ভারত থেকে ভুটানে প্রবেশ করেন। ৫ মার্চ তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এক ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী লোটায় তেসারিং এসব তথ্য জানান।

রাজধানী থিম্পুসহ তিন এলাকার সব স্কুলও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওই মার্কিন পর্যটক গত ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটন ছাড়েন। ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অবস্থান করেন ভারতে।

ভুটানের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত ব্যক্তি তার ৫৯ বছর বয়সী স্ত্রীকে নিয়ে ভুটানে ঢোকেন প্লেনে। ওই ফ্লাইটে যাত্রী ছিল ৯০ জন।  ওই ফ্লাইটে থাকা ৮ ভারতীয়কেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পরে তার গাড়ির চালক, গাইডসহ সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও তাদের আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ বিশ্বব্যাপী মারা গেছেন। আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।