ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবার উহানের বাইরে হুবেইতে একজনও করোনায় আক্রান্ত হননি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
প্রথমবার উহানের বাইরে হুবেইতে একজনও করোনায় আক্রান্ত হননি

বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের রাজাধানী উহানের বাইরে এই প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় একজনও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হননি। যদিও উহানে এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৬ জন। 

শুধু হুবেইতেই নয়, পুরো চীনেই কমেছে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চীন যে ভালোভাবেই করোনার লাগাম টানতে সক্ষম হয়েছে সেটা এখন স্পষ্ট।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্ট জানাচ্ছে এ তথ্য।

করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃত্যু হয়েছে তিন হাজার তিনশ ৮৬ জনের। এর মধ্যে চীনে মৃত্যু হয়েছে তিন হাজার ৪২ জনের।

শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

এতে জানানো হয়, এখন পর্যন্ত ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ। মোট ৯৮ হাজার চারশ ২৮ জন রোগী এ ভাইরাসে আক্রান্ত।

এ দিকে নতুন করে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ভুটান, বসনিয়া ও স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ায় ছয়জন, বসনিয়ায় দু’জন এবং দক্ষিণ আফ্রিকা ও ভুটানে একজন করে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।