ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরো দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরো দুইজনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজন ফ্লোরিডার বাসিন্দা। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে ১৭ জনের মৃত্যু হলো।

এ বিষয়ে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার (০৬ মার্চ) রাতে ওই দুই রোগীর মৃত্যু হয়। তাদের একজনের বয়স ৭০ বছর।

সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে তথ্য রয়েছে। তবে মারা যাওয়া অপর ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অন্যদিকে ফ্লোরিডায় এদিন এই দুইজনের মৃত্যুর সংবাদের পাশাপাশি ব্রোওয়ার্ড কাউন্টিতে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কোভিড-১৯ রোগে ফ্লোরিডায় এই দুইজনের আগে মারা যাওয়া অন্য ১৫ জন ছিলেন ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বাসিন্দা।

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে। এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬৫১ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭০ জন

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।