ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু

ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণের ফলে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজারেরও বেশি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

এর আগ পর্যন্ত ইতালিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ৬৩১ জন।

এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৪৯। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬২ জনে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনার ক্রমবর্ধমান হুমকির মুখে ইতালিতে খাবার ও ওষুধ ছাড়া বাদবাকি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।  

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ কন্তে টেলিভিশনেও দেওয়া এক ভাষণে জানিয়েছেন, আগামী ২৫ মার্চ পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের নতুন হার বোঝা যাবে।  

এদিকে বিশ্বব্যাপী করোনার চলমান প্রকোপের মুখে একে বৈশ্বিক মহামারি ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সব দেশকে যতোভাবে সম্ভব এ ভাইরাসকে প্রতিহত করতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, বিশ্ব আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলএ আশঙ্কা করেছে সংস্থাটি।

আরও পড়ুন>>> করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা 

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।