ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: অতি বৃদ্ধদের চিকিৎসা দিচ্ছে না ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা ভাইরাস: অতি বৃদ্ধদের চিকিৎসা দিচ্ছে না ইতালি ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারিতে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইতালি। আক্রান্তদের মধ্যে কাদের চিকিৎসা দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না, সেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। অপর্যাপ্ত সুবিধার কারণে চিকিৎসা দিতে না পেরে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে অনেককে।

সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ইতালিতে হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে, চাহিদার তুলনায় রিসোর্স অপর্যাপ্ত থাকায় কোভিড-১৯ রোগীদের মধ্যে যাদের সুস্থ হওয়ার এবং বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তাদের অগ্রাধিকার দিয়ে চিকিৎসা দেওয়া হবে।

এ পরিস্থিতিতে যারা আগে থেকেই অসুস্থ ও বয়স্ক রোগী, যাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম, তাদের চিকিৎসা না দিয়ে অপেক্ষাকৃত স্বাস্থ্যবান ও কম বয়সীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মূলত তাদেরই চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যত বেশি সম্ভব জীবন বাঁচানোর জন্য এটি করা হচ্ছে। যাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি, তারা চিকিৎসা নিয়ে দ্রুত ফিরে যেতে পারছেন এবং অন্যদের চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। অন্যদিকে, বয়স্ক ও গুরুতর অসুস্থদের বেশি সময় ধরে চিকিৎসা দিতে গিয়ে অন্যদের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না।

শুধু ইতালি নয়, অন্য যেসব দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, তাদেরও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিতে হতে পারে। মহামারির সময় সীমিত সম্পদ ব্যবহার করে সর্বাধিক ফলাফল পাওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালিতে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৪৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন দু’ হাজারেরও বেশি রোগী।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।