ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
করোনা ভাইরাস: সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইইউ

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটে ৩০ দিনের জন্য ব্লকের বাইরে থেকে আসা যাত্রীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ইইউ’র এ সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।  

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যে এই ব্যবস্থা কার্যকর হবে।

ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধির কারণে কঠোর লক-ডাউন শুরুর পর এই নিষেধাজ্ঞা আসে।

ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সকলের ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

করোনা ভাইরাস ঠেকাতে অনেক দেশ সীমান্ত আংশিক ও পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইতোমধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত সারা বিশ্বে মোট ১ লাখ ৮৫ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে এবং কমপক্ষে সাড়ে ৭ হাজার মারা গেছে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমইউএম/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।