ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে যুক্তরাজ্যে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা ঠেকাতে যুক্তরাজ্যে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাতে লন্ডনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন।

যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন।

  যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা করা হলো। এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে।

এদিকে বরিস জনসনের নেওয়া লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি বার্নার্ড করবিন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৩৩৫ জন নাগরিক মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।