ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: আমেরিকায় বেকার হয়েছে ৬৬ লাখ মানুষ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: আমেরিকায় বেকার হয়েছে ৬৬ লাখ মানুষ 

করোনা ভাইরাসের প্রকোপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৬ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।  
 
মার্কিন শ্রম বিভাগ জানায়, গত ২৮ মার্চ পর্যন্ত আমেরিকায় ৬.৬ মিলিয়ন মানুষ বেকার হয়ে পড়েছে।

তারা ইতোমধ্যেই বেকার ভাতার জন্য সরকারের কাছে আবেদনও করেছে। এটি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বেকারত্বের নতুন রেকর্ড।
 
ব্যাংক অব আমেরিকা বলছে, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে গভীর মন্দার মধ্য দিয়ে যেতে হতে পারে। বেকারত্বের হার ছাড়িয়ে যেতে পারে ১৫ শতাংশ।
 
করোনার প্রকোপের মুখে আমেরিকায় বর্তমানে ৮০ শতাংশ মানুষ লকডাউন অবস্থায় রয়েছে। অধিকাংশ ব্যবসাবাণিজ্যই বন্ধ।  
 
দেশটির শ্রম বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও অর্থনৈতিক নীতি প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হেইডি শিয়ারহলজ বলেছেন, এটি বিপর্যয়ের নতুন এক প্রকৃতি। আমরা আগে কখনো এমন কিছু দেখিনি। এটি অবিশ্বাস্য রকমের দুঃখ ও দুর্দশার প্রতিনিধিত্ব করছে।
 
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২ লাখ ছাড়িয়েছে। এতে মৃত্যুবরণ করেছেন ৫ হাজারের বেশি মানুষ।
 
বিশেষজ্ঞরা বলছেন, করোনা কারণের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তোরকালে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে বিশ্ব।
 
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০ 
ইইউডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।