ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের ২৮৬ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনায় আক্রান্ত মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের ২৮৬ নাবিক

কভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকেই বেশ কিছুদিন ধরে আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট। রণতরীটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত নাবিকের সংখ্যা ২৮৬।

বুধবার (০৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, কভিড-১৯ রোগে আক্রান্ত থিওডোর রুজভেল্টের ২৮৬ জন নাবিককে শনাক্ত করা গেছে।

ইতোমধ্যে রণতরীর প্রায় ৯০ শতাংশ ক্রুর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর রণতরীটির ২ হাজার ৩২৯ নাবিক ফিরে এসেছেন উপকূলে।

এদিকে যুদ্ধবিমানবাহী রণতরীটির ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মার্কিন নৌবাহিনীর সমলোচনা করার কারণে হারিয়েছেন পদ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শানাক্তের পর রণতরীটিকে মার্চের শেষে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে নোঙর করা হয়।

ইতোমধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের প্রায় সব দেশেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই।

আরও পড়ুন>>

** মার্কিন বিমানবাহী রণতরীতে করোনা, জরুরি সাহায্যের আবেদন
** শাস্তির মুখে মার্কিন নৌবাহিনীর সমালোচনাকারী ক্যাপ্টেন
** মার্কিন রণতরীর বরখাস্ত ক্যাপ্টেন করোনায় আক্রান্ত

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।