ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: মৃত্যুহার কমতে থাকায় লকডাউন কিছুটা শিথিল করছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা: মৃত্যুহার কমতে থাকায় লকডাউন কিছুটা শিথিল করছে স্পেন

বেশ কিছুদিন ধরে করোনায় দৈনিক মৃত্যুহার কমতে শুরু করেছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত ৫১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্তের সংখ্যাও উল্লেখযোগ্য মাত্রায় কছে। সার্বিক পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে, আপাতত স্পেনে করোনার প্রকোপ স্তিমিত হতে শুরু করেছে। 

এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে জারি থাকা কঠোর লকডাউন কিছুটা শিথিল করতে শুরু করেছে স্পেন। কারখানা, আবাসনসহ যেসব খাতের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ নেই তাদের কঠোর বিধিবিধান মানার শর্তে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

তবে, নির্মাণ ও উৎপাদনসহ গুটিকয়েক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া বাদবাকি নাগরিক এখনও লকডাউনের আওতায়। বেশিরভাগ মানুষই এখনও গৃহবন্দি। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দোকানপাট, পানশালা ও গণজমায়েত হয় সে ধরনের সব জায়গা বন্ধ থাকবে।  

দীর্ঘদিনের কঠোর লকডাউনের ফলেই স্পেনে আপাতত করোনার প্রকোপ কমতে শুরু করেছে বলে ভুক্তভোগীদের মত। কঠোর লকডাউনে না গেলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতো বলে মত তাদের।  

শেষ খবর অনুসারে, স্পেনে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত ১৭ হজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জনের।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।