ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
বিশ্বব্যাপী প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত

বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য। 

শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভাইরাসটিতে সব থেকে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৭৮ হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরই আছে ইউরোপের দেশ স্পেন। সেখানে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। ইতালিতে এ সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯১১।

এছাড়া জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ করে ছাড়িয়েছে। জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ২২১, ফ্রান্সে ১ লাখ ৬৫ হাজার ২৭ এবং যুক্তরাজ্যে ১ লাখ ৩ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যান্য দেশের মধ্যে চীনে ৮২ হাজার ৬৯২ জন, ইরানে ৭৯ হাজার ৪৯৪ জন, তুরস্কে ৭৪ হাজার ১৯৩ জন, বেলজিয়ামে ৩৬ হাজার ১৩৮ জন, কানাডায় ৩০ হাজার ১০৬ জন এবং সুইজারল্যান্ডে ২৬ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।  

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এইচএমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।