ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লকডাউন আরো ২ সপ্তাহ বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ১, ২০২০
লকডাউন আরো ২ সপ্তাহ বাড়ালো ভারত

তৃতীয় দফায় আরো দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৩ মে পর্যন্ত লকডাউন বলবৎ থাকা অবস্থায় সারা দেশে আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  

করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দফায় দফায় মন্ত্রিদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবশেষ গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত।

ভারতে শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।