ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে অভিযান, কর্নেল-মেজরসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ৩, ২০২০
জম্মু-কাশ্মীরে অভিযান, কর্নেল-মেজরসহ নিহত ৫ ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের হান্ডওয়ারায় এক অভিযানে সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজরসহ পাঁচজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

শনিবার (০২ মে) উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারা এলাকার চাঙ্গিমুল্লায় সংঘটিত ওই সন্ত্রাসবিরোধী অভিযানে দুইজন সন্ত্রাসীও নিহত হয়।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযানটি চালায়। এসময় কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয় তারা।

গোপন সূত্রে তারা খবর পায়, হান্ডওয়ারার চাঙ্গিমুল্লা থেকে কয়েকজন বেসামরিক নাগরিককে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। খবর পাওয়ার পর সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যদের নিয়ে একটি দল গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয় দলটি। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে ওই দলের পাঁচজন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।