ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: মেক্সিকোতে মৃত্যু ১৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ১১, ২০২০
করোনা: মেক্সিকোতে মৃত্যু ১৫ হাজার ছাড়ালো

করোনায় মেক্সিকোতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, শেষ একদিনে মেক্সিকোতে নতুন করে রেকর্ড ৪ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে এখানে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ১ লাখ ৩০ হাজার।  

করোনার দৌরাত্ম্য ঠেকাতে মেক্সিকোতে বর্তমানে লকডাউন চলছে। এতে করে বিশ্বের আর সব দেশের মতো ধসে পড়েছে তাদের অর্থনীতি। এ অচলাবস্থা কাটাতে শিগগিরই রাজধানী মেক্সিকো সিটি খুলে দেওয়ার পরিকল্পনা করছে তারা। তবে তার আগে রাজধানীবাসীর করোনা পরীক্ষা বাড়াতে চায় মেক্সিকো সরকার।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুন ১১, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।