ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ১৫ আগস্টের মধ্যে বাজারে আসছে করোনা ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
ভারতে ১৫ আগস্টের মধ্যে বাজারে আসছে করোনা ভ্যাকসিন সংগৃহীত ছবি

ভারতে তৈরি করোনার ভ্যাকসিন দেশটির স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টের মধ্যেই বাজারে আসতে পারে।

কোভ্যাক্সিন নামের ওই টিকা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের (বিবিআইএল) সহযোগিতায় বাজারে আনছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

ভ্যাকসিনটি বাজারজাত করার আগে মানবদেহে প্রয়োগ করতে দেশটির অন্তত ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আইসিএমআর সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

সারা বিশ্বে ইতোমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। ভারতেও আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বের কোথাও এখনও করোনার কোন ভ্যাকসিন বাজারজাত হয়নি। বেশ কয়েকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনসহ চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ভ্যাকসিন প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।

ভারতে তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পাটনা, কর্নাটক, নাগপুর, গোরখপুর, হায়দ্রাবাদ, গোয়া, আর্য নগর, কানপুর ও তামিলনাড়ুর ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাপকভাবে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়েছে আইসিএমআর। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল এগিয়ে নিতে বলা হয়েছে সেই চিঠিতে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।